কলকাতা

‘ইগো ছেড়ে বাস্তবতাকে বুঝতে শিখতে হবে’, কংগ্রেসকে কটাক্ষ দেবাংশু ভট্টাচার্যের

হিন্দি বলয়ে কংগ্রেসকে ৩-০ তে হারালো বিজেপি। আগেরবার যেখানে তিনটি রাজ্যেই কংগ্রেস সরকার গড়েছিল, সেই তিনটি রাজ্যেই এবার এগিয়ে গিয়েছে পদ্ম শিবির। খুব স্বাভাবিকভাবেই আগামী বছর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের কাছে এটা বড় ধাক্কা তো বটেই। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই বিধানসভা নির্বাচনকে একরকম ‘সেমিফাইনাল’ হিসেবে দেখছিল রাজনৈতিক মহল। ইতিমধ্যেই দিল্লিতে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের কথা জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তেলঙ্গানায় বিআরএস-কে হারিয়ে জয়ের দিকে ক্রমশ এগোচ্ছে কংগ্রেস। ফল ঘোষণার আগেই এদিন হায়দরাবাদে এসে পৌঁছলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিওয়াই শিবকুমার। ছত্তীসগঢ়ে সকালের দিকে কংগ্রেস এগিয়ে থাকলেও, বেলা বাড়তেই পাশা উল্টে গিয়ে অনেকটাই ব্যবধান বাড়িয়েছে বিজেপি। প্রসঙ্গত, হিন্দি বলয়ে কংগ্রেসের এই হার ইন্ডিয়া জোটের মধ্যে তাদের বেশ কিছুটা চাপে রাখবে। এই অবস্থায় তৃণমূল আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য নিজের এক্স হ্যান্ডেলে কংগ্রেসকে তোপ দেগে লেখেন, ‘দুঃখের বিষয়, উত্তর ভারতে কংগ্রেসের একটাও ডিকে শিবকুমার নেই। কংগ্রেস তৈরি করতে পারেনি। পারলেও ধরে রাখতে পারেনি। বহুক্ষেত্রে ইগো ছেড়ে বাস্তবতাকে বুঝতে শিখতে হবে। শুধু ভোটের সময় জেগে উঠলে হবে না; সারা বছর মানুষের পাশে থাকতে হবে। এই মুহূর্তে ভারতবর্ষের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিজেপিকে বিজেপির ভাষায় লড়াই ফিরিয়ে দেওয়ার শক্তি আর কজনের আছে?’