দেশ

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদ ভেঙে পড়ে একজনের মৃত্যু, আহত ৫, মোদি সরকারের বিরুদ্ধে তোপ বিরোধীদের

দিল্লি এয়ারপোর্টের এক নম্বর টার্মিনালের নবনির্মিত বিল্ডিং উদ্বোধন করে গত ১০ মার্চ নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘আমি অন্য মাটি দিয়ে তৈরি। আগে সবাই শিলান্যাস করে পালিয়ে যেত। আমি সেরকম নই। এমন দ্রুতগতিতে কাজ করছি যে, ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হয়ে যাবে ভারত।’ সাড়ে তিন মাস। বৃহস্পতিবার ভেঙে পড়েছিল জব্বলপুর বিমানবন্দরের ছাদের একাংশ। আর শুক্রবার ভোরে ভাঙল দিল্লি এয়ারপোর্টের ওই এক নম্বর টার্মিনালেরই ছাদ, পিলার সহ গোটা কাঠামো। মৃত্যু হল একজনের। ৬ জন আহত। সেইসঙ্গে সিলমোহর পড়ল বিরোধীদের তোলা অভিযোগে—লোকসভা ভোটের প্রচারের জন্য কাজ শেষ হওয়ার আগেই একের পর এক প্রকল্পের উদ্বোধন করে চলেছেন মোদি। আজ সকালে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে বিপর্যয় ঘটে। বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদ পড়ে যাওয়ার ঘটনায় মৃত্যু হয় ১ জনের। সেই দুর্ঘটনায় আহত হন আরও ৫ জন। তবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে দাবি করেন, দুঘটনায় মৃত্যু হয়েছিল তিনজনের। পাশাপাশি তিনি এই দুর্ঘটনার জন্যে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করেছিলেন। অভিযোগ ওঠে, ভোটের আগে ঠিকঠাক ভাবে কাজ শেষ না হতেই তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছিল দিল্লি বিমানবন্দরের টার্মিনাস ১-এর সম্প্রসারিত অংশের। আর এই দুর্ঘটনা নাকি সেটারই প্রতিফলন। তবে এবার সরকারের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল, টার্মিনাসের যে অংশটি ভেঙে পড়ে, সেটি পুরনো নির্মাণ। মোদিকে কাঠগড়ায় তুলল কংগ্রেসও। ভারতে বিশ্বমানের পরিকাঠামো রয়েছে বলে প্রধানমন্ত্রী যে দাবি করেন, তার বিরুদ্ধে সুর চড়ান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। গত ১০ বছরে মোদী সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে, তার জেরে একাধিক জায়গার বিভিন্ন  জিনিসপত্র তাসের ঘরের মত ভেঙে পড়তে শুরু করেছে বলেও তোপ দাগেন কংগ্রেস সভাপতি। দিল্লি বিমানবন্দরে দুর্ঘটনার পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে মোদীর সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন মল্লিকার্জুন খাড়গে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে  একাধিক পরিসংখ্যানের উল্লেখ করে ট্যুইট করেন কংগ্রেস নেতা। মল্লিকার্জুন খাড়গে যে পরিসংখ্যানের উল্লেখ করেন, তা দিয়েই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগা হয়। যা নিয়ে ফের বিজেপি এবং কংগ্রেসের মধ্যে রাজনৈতিক কড়চা শুরু হয়েছে।