খেলা

যৌন লালসা মেটাতে শ্বাস পরীক্ষা করার অজুহাতে পেটে-স্তনে স্পর্শ, ২টি এফআইআরে শ্লীলতাহানির ১০টি ঘটনার উল্লেখ

সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে দেশের প্রথম সারি কুস্তিগিরদের আন্দোলন উৎখাত করলেও দাবি থেকে একচুলও সরছেন না তারা । চলতি বছরের শুরুর দিকেই ভারতের সেরা কুস্তিগিররা যন্তর মন্তরে ধরনা শুরু করেছিলেন। সেই সময়ে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন তাঁরা। সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে দুটি FIR দায়ের করেছে।কুস্তিগীরদের আন্দোলন নিয়ে এই প্রথম মুখ খুলল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর কুস্তিগীরদের সংযত থাকতেই অনুরোধ করেছেন। একই সঙ্গে কুস্তিগীরদের দিল্লি পুলিশের তদন্তের ওপর ভরসা রাখারও অনুরোধ জানিয়েছে।রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারির দাবিতে অনড় কুস্তিগীররা। দিল্লি পুলিশের অশালীন আচরণের প্রতিবাদে ক্ষুব্ধ কুস্তিগীররা গঙ্গায় তাদের পদক ভাসানোর জন্য হরিদ্বারে পৌঁছান। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর কুস্তিগীরদের দিল্লি পুলিশের তদন্তে আস্থা রাখতে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে আবেদন করেছেন। মঙ্গলবারই এই ইস্যুতে কেন্দ্রকে পাঁচ দিনের সময়সীমা বেধে দিয়েছেন কুস্তিগীররা। আপাতত পদক বিসর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসে তাঁরা এই ব্যাপারে কৃষক নেতাদের স্মরণাপন্ন হয়েছেন। ভারতীয় কিষান ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি নরেশ টিকাইত বলেন, ‘আমাদের একটাই দাবি ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার করা হোক। তার পরই আমরা অন্যান্য বিষয় নিয়ে কথা বলব। উল্লেখ্য, ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। ২৮ এপ্রিল দিল্লি পুলিশের তরফে দায়ের করা দুটি এফআইআর-এও তার নাম রয়েছে। এর পাশাপাশি পকসো আইনেও ব্রিজভূষণের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। নাবালক মহিলা কুস্তিগীরকেও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ব্রিজ ভূষণের বিরুদ্ধে।

এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে ব্রিজভূষণ শরণ সিং বলেন, ‘আমি আবারও বলছি, আমার বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণিত হলে আমি নিযে গলায় দড়ি দেব । যদি আমার বিরুদ্ধে কোন প্রমাণ থাকে, তাহলে আদালতে তা পেশ করুন, আদালত যদি আমাকে ফাঁসিও দেয়, আমি মেনে নেব’। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এ ১০টি শ্লীলতাহানির ঘটনা উল্লেখ করা হয়েছে। যেখানে মহিলা কুস্তিগীররা অভিযোগ করেছেন যে ব্রিজভূষণ শরণ সিং তাদের সম্মতি ছাড়াই তাদের স্পর্শ করতেন। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে দায়ের করা দুটি এফআইআর-এ অনেক গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়াও ১৫টি যৌন হয়রানির ঘটনা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ১০টি অনুমতি ছাড়াই শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার মত গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। এফআইআর-এ, মহিলা কুস্তিগীররা অভিযোগ করেছেন যে ব্রিজভূষণ শরণ সিং তাদের সম্মতি ছাড়াই তাদের স্তন এবং পেট স্পর্শ করতেন। এর পাশাপাশি ওই দুটি এফআইআর-এ ভয় দেখানোর বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ২৮ এপ্রিল, ভারতের রেসলিং ফেডারেশনের প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করা হয়েছিল।আইপিসির 354, 354A 354D এবং 34 ধারায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। অপরাধ প্রমাণিত হলে এক থেকে তিন বছরের কারাদণ্ড হতে পারে ব্রিজভূষণের। প্রথম FIR-এ ছয়জন প্রাপ্তবয়স্ক কুস্তিগীরের ব্রিজভূষণের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে। দ্বিতীয় এফআইআরটি নাবালিকা এক কুস্তিগীরের বাবার অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। থানায় নাবালিকা কুস্তিগীরের বাবার দায়ের করা অভিযোগে বলে হয়েছে, ব্রিজভূষণ শরণ সিংকে অভিযুক্ত তার মেয়ে ক্রমাগত যৌন হেনস্থা করতেন। এফআইআর অনুসারে, নাবালিকা অভিযোগ করেছেন, “তাকে শক্ত করে ধরে, ছবি তোলার নামে (সিং) তাকে তার দিকে টেনে নিয়ে যায়, তার কাঁধ চেপে ধরে ইচ্ছাকৃতভাবে তার স্তন স্পর্শ করে।” এফআইআরে আরও বলা হয়েছে, “নাবালিকা ওই কুস্তিগীর অভিযুক্তকে (সিং) স্পষ্টভাবে জানিয়েছিলেন তিনি কোনও ধরণের শারীরিক সম্পর্ক করতে আগ্রহী নন এবং তাকে অনুসরণ করা বন্ধ করা উচিত …”।একই সময়ে, ছয়জন প্রাপ্তবয়স্ক কুস্তিগীর সম্পর্কিত এফআইআর-এ সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। এফআইআর-এ বেশিরভাগ মহিলা কুস্তিগীর বলেছেন যে ব্রিজভূষণ শরণ সিং তাদের ফিটনেস পরীক্ষা করার অজুহাতে স্তন এবং পেটে হাত দিতেন। এক মহিলা কুস্তিগীর ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআরে উল্লখ করেছেন, “আমার শ্বাস পরীক্ষা করার অজুহাতে আমার টি-শার্ট টেনে ধরে হাত দিয়ে আমার পেটের নীচের অংশ স্পর্শ করেছিল এবং আমার নাভিতে তার হাত রেখেছিল,” ।