খেলা

ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতির অনুরোধে গঙ্গায় পদক বিসর্জনের সিদ্ধান্ত স্থগিত, কেন্দ্রকে ৫ দিন সময় কুস্তিগীরদের

ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি নরেশ টিকায়েতের অনুরোধে সাড়া দিয়ে গঙ্গায় পদক বিসর্জনের সিদ্ধান্ত স্থগিত রাখলেন ভিনেশ ফোগত-সাক্ষী মালিক-বজরং পুনিয়ারা। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতারের জন্য পাঁচ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। ওই সময়সীমার মধ্যে বিজেপি সাংসদকে গ্রেফতার করা না হলে গঙ্গায় পদক বিসর্জন দেওয়া হবে বলে জানিয়েছেন বজরং পুনিয়া। আন্দোলনকারী কুস্তিগীররা তাঁদের পদক ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতির হাতে তুলে দিয়েছেন। ভিনেশ ফোগত-সাক্ষী মালিকরা সিদ্ধান্ত পরিবর্তন করায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। মঙ্গলবার সকালেই হরিদ্বারের গঙ্গায় পদক বিসর্জনের কথা জানিয়েছিলেন আন্দোলনকারী কুস্তিগীররা। অলিম্পিকে পদকজয়ী সাক্ষী মালিক টুইটে লেখেন, ‘আমাদের কাছে প্রাণ ছিল এই পদকগুলি। আজ এগুলো গঙ্গায় ফেলে দেওয়ার পর আমাদের বেঁচে থাকার আর কোনও মানে নেই। তাই পদক ফেলে দেওয়ার পর ইন্ডিয়া গেটের সামনে আমরা আমরণ অনশনে বসব।’

পদক গঙ্গায় বিসর্জন আটকালেন কৃষক নেতারা

কুস্তিগীরদের ওই ঘোষণার পরেই শোরগোল পড়ে যায় গোটা দেশজুড়ে। কথামতো দিল্লি থেকে রওনা হয়ে বিকেল ৫টা নাগাদ হরিদ্বারে হাজির হন ভিনেশ ফোগত-সাক্ষী মালিক-বজরং পুনিয়ারা।  ৫টা বেজে ৩৫  মিনিটে ‘হর কি পৌরি’ পৌঁছন। শুরু হয় পদক বিসর্জন দেওয়ার প্রস্তুতি। শেষবারের মতো পদকগুলো আঁকড়ে ধরেন ভিনেশ-সাক্ষীরা। সঙ্গে ছিলেন প্রচুর সমর্থক। তাছাড়া দেশকে গর্বিত করা কুস্তিগীরদের পদক বিসর্জনের সাক্ষী হতে ঘাটে হাজির হয়েছিলেন প্রচুর মানুষ। অনেক সাধু-সন্ন্যাসীও ভিনেশ-সাক্ষীদের পদক বিসর্জন না দেওয়ার অনুরোধ জানান। তাঁরা বলতে থাকেন, ‘কারও দয়ায় নয়, নিজেদের যোগ্যতায় ওই পদক জিতেছেন। ফলে কারও প্রতি রাগ করে পদক বিসর্জন দেবেন না।’ কুস্তিগীরদের পদক বিসর্জন রুখতে হরিদ্বারে পৌঁছে যান ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি নরেশ টিকায়েত। সাক্ষী মালিক-ভিনেশ ফোগতদের বোঝান তিনি। ব্রিজভূষণ সিংকে গ্রেফতারের জন্য কেন্দ্রকে পাঁচ দিনের সময় দেওয়ার অনুরোধ জানান। সেই অনুরোধে সাড়া দেন আন্দোলনকারী কুস্তিগীররা।