দেশ

দিল্লিতে অব্যাহত শৈত্যপ্রবাহ, পারদ নামল ১.৯ ডিগ্রিতে, দৃশ্যমানতা কমায় ব্যাহত উড়ান ও রেল পরিষেবা

দিল্লি এবং দিল্লি সংলগ্ন এলাকার সকাল এদিন ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল। দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। এদিন ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০টি বিমান দেরিতে ছাড়ে। রবিবার দিল্লির তাপমাত্রা নেমে এসেছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াসে। দিল্লির আয়ানগরে রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াস। লোধি রোডে তাপমাত্রা ছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। পালামে এদিন তাপমাত্রা নেমে এসেছিল ৫.২ ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশা পরিস্থিতি থাকায় ৪২টি ট্রেন কমপক্ষে ১ থেকে ৫ ঘণ্টা দেরিতে চলেছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। অন্তত সোমবার পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতে এই প্রবল ঠান্ডা এবং শৈত্যপ্রবাহ বর্তমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।গাঙ্গেয় উপত্যকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আগামী ২ দিন রাত এবং সকালের দিকে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে ঘন কুয়াশা থাকবে।