প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা ঘিরে বাড়ছে উদ্বেগ। আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, অবস্থার অবনতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির। তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। উলটে আরও অবনতি হয়েছে বলে জানানো হয়।বুলেটিনে আরও বলা হয়েছে যে, আগামী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ।প্রসঙ্গত উল্লেখ্য মাথায় আঘাত নিয়ে সোমবারই হাসপাতালে ভর্তি হন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। হাসপাতালে গিয়ে তাঁর করোনা পরিক্ষার রিপোর্ট পজিটিভ আসে।