আজ সকালে শহরের সাহেববাঁধ রোডে প্রাতঃভ্রমণে যান তিনি । সেখানে নদিয়ায় দলীয় কর্মীর মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘‘তৃণমূলের গুন্ডা বাহিনী বিজেপি কর্মীদের হত্যা করেছে ৷ গুন্ডা বদমাশরাই পুরো তৃণমূল দলকে দখল করে নিয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়েরও তাদের উপর কোনও নিয়ন্ত্রণ নেই ৷ রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছুই নেই৷ বিরোধীরা টার্গেট হচ্ছে, সাধারণ মানুষ টার্গেট হচ্ছে, সাংবাদিকদেরও হেনস্থা করা হচ্ছে ৷ গণতন্ত্রকে মাটি চাপা দিয়ে সমাধি দিয়েছেন ৷ গণতন্ত্র কাকে বলে, বাংলার বাইরে গিয়ে দেখে আসুন ৷’’ চিকিৎসা পরিষেবা নিয়ে তিনি বলেন, ‘‘কোরোনা পরীক্ষাটুকুও হচ্ছে না এখানে ৷ অস্বাভাবিক মৃত্যু হলে সাতদিন ঘুরেও ময়নাতন্তের রিপোর্ট পাওয়া যায় না ৷ খালি বড় বড় বিল্ডিং আছে ৷ ডাক্তার, নার্স, ওষুধ কিছুই নেই ৷’’ নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমি রাজনীতি করার জন্যই এসেছি ৷ তা হলে কি আমি হরিনাম করতে এসেছি ? উনি কি একাই রাজনীতি করার ঠিকা নিয়ে রেখেছেন ? উনি রাজনীতি করবেন আর আমরা কি কীর্তন করব ? আমরা সবকিছুতেই রাজনীতি করব, দম থাকলে আটকাক ৷’’