দেশ

Ahmedabad Plane Crash : বিমান দুর্ঘটনায় নিহতদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা

 এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে । বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন, গুজরাত স্বাস্থ্য বিভাগের এক ঊর্ধ্বতন আধিকারিক । যদিও তিনি মৃতের সংখ্যা স্পষ্ট করে জানাননি । 230 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য নিয়ে এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানটি দুপুর 1টা 39 মিনিটে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিট পরেই দুর্ঘটনার কবলে পড়ে । রাজ্য স্বাস্থ্য দফতরের প্রধান সচিব ধনঞ্জয় দ্বিবেদী বলেন, “বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের শনাক্ত করার জন্য, আমেদাবাদ সিভিল হাসপাতাল ডিএনএ নমুনা সংগ্রহের ব্যবস্থা করেছে । মৃতদের নিকটাত্মীয়, যেমন বাবা-মা বা সন্তানরা, আমেদাবাদ সিভিল হাসপাতালের বিজে মেডিকেল কলেজের কাসোতি ভবনে ডিএনএ নমুনা দিতে পারবেন ।” যদিও দুর্ঘটনায় নিহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানাতে তিনি রাজি হননি । দ্বিবেদী আরও বলেন, “বিমানটি সিভিল হাসপাতালে কর্মরত এবং বিজে মেডিক্যাল কলেজে পাঠরত ডাক্তারদের আবাসিক কোয়ার্টারে আছড়ে পড়ার ফলে বেশ কয়েকজন আহত হন ।ঘটনায় আহত 50 জন বর্তমানে সিভিল হাসপাতালে চিকিৎসাধীন । সকল রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে ।” রিপোর্টে বলা হয়েছে যে, মেঘানী নগরের কাছে বহুতল হস্টেল ভবনের তিন, চার ও পাঁচতলায় বিমানের ডানা বিধ্বস্ত হয় । যার ফলে ভবনটিতে আগুন ধরে যায় । সেই সময় মেডিক্যাল ইন্টার্ন এবং তাদের পরিবার-সহ 50 জনেরও বেশি লোক হস্টেলে ছিলেন । অনেকেই হস্টেলের ভেতরে আটকে পড়েছিলেন এবং অন্যরা পালানোর জন্য মরিয়া হয়ে উপরের তলা থেকে লাফিয়ে পড়েন ।