দেশ বিদেশ ভারত-পাক সংঘর্ষ

‘ভারতে আইফোন বানাবেন না’, অ্যাপল সিইও-কে বিশেষ অনুরোধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

ভারতে অ্যাপলের উৎপাদন হোক, তা মোটেই চাইছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি, দোহায় একটি বিজনেস ইভেন্টে অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে একটি আলোচনার সময়ে বিষয়টি স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতে অ্যাপলের উৎপাদন ইউনিট তৈরিতে তাঁর যে মোটেই সায় নেই, একথা খোলাখুলি ভাবেই টিম কুককে জানিয়েছেন ট্রাম্প। ফলে ভারতে অ্যাপলের উৎপাদন ইউনিটগুলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল। ট্রাম্প কুককে বলেছেন, ” আমি শুনছি, আপনি ভারতে জিনিস উৎপাদন করছেন। আমি চাই না আপনি ভারতে জিনিস উৎপাদন করুন। যদি ভারতের দেখভাল করতে চান, তা হলে সে দেশে জিনিস বানাতে পারেন। কারণ, বিশ্বের সবচেয়ে চড়া হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি ভারত। তাই ওই দেশে জিনিসপত্র বিক্রি করা খুব কঠিন। ” ট্রাম্পের দাবি এই কথোপকথনের পর অ্যাপল আমেরিকায় উৎপাদন বৃদ্ধি করতে জোর দেবে। যদিও এই মুহূর্তে অ্যাপলের সবচেয়ে বড় উৎপাদক দেশ হল চীন। তবে, অ্যাপল কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল চীন থেকে ভারতের দিকে উৎপাদনের সিংহভাগ অংশকে সরিয়ে আনা। সেই কারণেই গত কয়েকবছরে ভারতে একের পর এক উৎপাদন ইউনিট স্থাপনে জোর দিয়েছে টিম কুকের কোম্পানি। ২০২৪ সালের মার্চে শেষ হওয়া আর্থিক বছরে, অ্যাপল ভারতে ২২ বিলিয়ন ডলার মূল্যের আইফোন তৈরি করেছে, যা গত বছরের তুলনায় প্রায় ৬০% বেশি। কিন্তু এই অগ্রগতিতেই এবার রাশ টানার চেষ্টা করলেন ট্রাম্প। যার জেরে প্রভাব পড়তে পারে ভারতে অ্যাপলের উৎপাদন ইউনিটগুলিতে।