Posted onAuthorবঙ্গনিউজComments Off on আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প, রিখটার স্কেলে ৪.৪
ভূমিকম্প হল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আজ ভোর ৫.১৯টায় এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তার মাত্রা ৪.৪। জানা যাচ্ছে এর উৎসস্থল পোর্ট ব্লেয়ারের ৭১ কিমি পূর্বে। তবে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর নেই।