জেলা

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হাওড়া ডিভিশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হাওড়া ডিভিশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ছয় জোড়া স্পেশাল ট্রেন পরিষেবা পাচ্ছেন যাত্রীরা। যার মধ্যে হাওড়া-ব্যান্ডেল লাইনে পাঁচ জোড়া এবং হাওড়া-বর্ধমান লাইনে এক জোড়া স্পেশাল ট্রেন চলবে। এই ছয়দিন স্পেশাল ব্যান্ডেল লোকাল হাওড়া থেকে ছাড়বে যথাক্রমে – বিকেল ৫টা ২০, রাত ৭টা ৫৫, রাত ৮টা ৩৫, রাত ১১টা ৩০, রাত ১২টা ৩০ মিনিটে। ডাউনে হাওড়ার উদ্দেশে ট্রেনগুলি ছাড়বে যথাক্রমে – সন্ধ্যা ৬টা ৩৫, রাত ৯টা ২০, ৯টা ৫৫, মধ্যরাত ১টা এবং ২টোয়। একইভাবে আজ, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত স্পেশাল বর্ধমান লোকালটি রাত ১টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। উল্টো রুটে ডাউন ট্রেনটি বৃহস্পতিবার পর্যন্ত বর্ধমান থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছাড়বে। অন্যদিকে, বিসর্জনের দিন, অর্থাৎ বৃহস্পতিবার আরও একটি স্পেশাল ব্যান্ডেল লোকাল চলবে। ওইদিন বিশেষ এই ট্রেনটি হাওড়া ও ব্যান্ডেল থেকে ছাড়বে যথাক্রমে দুপুর ২টো ২৫ মিনিট এবং বিকেল ৪টের সময়।