মালদা

দুই পুত্র সন্তানকে বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ

হক জাফর ইমাম, মালদা: স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির জেরে দুই পুত্র সন্তানকে বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মালদা ইংরেজবাজার থানার নিত্যানন্দপুর গ্রামে । রাতেই আশঙ্কাজনক অবস্থায় ওই দুই শিশুকে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। ঘটনায় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী গৌতম মন্ডলকে গ্রেফতার করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,   অসুস্থ দুই শিশুর নাম গনেশ মন্ডল (৮) এবং  কৃষ্ণ মন্ডল (৫)।  এদের মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।  দুজনেরই অবস্থা সঙ্কটজনক বলেই প্রাথমিকভাবে জানিয়েছে মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা। ওই দুই শিশুর বাবা গৌতম মন্ডল এবং মা রিতা মন্ডল।  পেশায় দিনমজুর গৌতম মন্ডলের সঙ্গে তার স্ত্রী রিতা মন্ডলের পারিবারিক বিষয় নিয়ে হামেশাই বিবাদ লেগে থাকতো।  এমনকি ওই দম্পতির মধ্যে অশান্তির ঘটনাও পাড়া-প্রতিবেশীরা জানেন। শুক্রবার রাতে  বাড়িতেরিতা দেবী অবর্তমানে গৌতম মন্ডল তার দুই সন্তানকে জমিতে দেওয়া কীটনাশক খাইয়ে খুনের চেষ্টা চালায় বলে অভিযোগ। পুলিশকে অভিযোগে গৃহবধূর রিতা মন্ডল জানিয়েছেন,  তার স্বামী টাকা-পয়সা চেয়ে  হামেশাই তার উপর অত্যাচার করছিল। মারধরও করা হতো তাদের।  দুই ছেলে কেউ মেরে ফেলবে বলে প্রায় দিনই বলতো । এর আগে অশান্তির করে অভিযুক্ত স্বামী গৌতম মন্ডল আত্মহত্যা করতে গিয়েছিল। শুক্রবার সকালে বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে চরম অশান্তি হয়।  রাতে রিতা মন্ডল তার এক অসুস্থ জাকে মালদা মেডিক্যাল কলেজে  দেখতে যান । এরই মধ্যে বাড়িতে স্বামী গৌতম মন্ডল তার দুই সন্তানকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দেয়।  আর তাতেই অচৈতন্য হয়ে পড়ে  দুই ছেলে। মেডিকেল কলেজ থেকে বাড়ি ফেরার সময় তার দুই ছেলেকে হাসপাতালে নিয়ে আসতে দেখে ঘাবড়ে যায় রিতাদেবী। তিনি পুলিশকে জানিয়েছেন, এরপরে জানতে পারি স্বামী গৌতম মন্ডল জোর করে আমার দুই সন্তানকে জমিতে দেওয়া কীটনাশক বিষ খাইয়ে খুনের চেষ্টা করেছে । দুই ছেলেকে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতলে ভর্তির পর পুলিশের কাছে গিয়ে নালিশ জানিয়েছি।মেডিকেল কলেজের ডেপুটি সুপার ডাঃ জ্যোতিষ চন্দ্র দাস জানিয়েছেন , ওই দুই শিশুর শরীরে কিছুটা বিষক্রিয়া ছড়িয়েছে। তবে সেই বিষক্রিয়া থেকে দুই শিশুকে উদ্ধারের জন্য জরুরী ভিত্তিতে চিকিৎসা পরিষেবা দেওয়া ব্যবস্থা করা হয়েছে ।সংকটপূর্ন বস্থা এখনো কাটে নি। ৪৮ ঘণ্টা না কাটলে পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। ইংরেজবাজার থানার আইসি শান্তনু মিত্র জানিয়েছেন,  পুরো বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে।  অভিযুক্ত গৌতম মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি  বিষয়টি  তদন্ত করে দেখা হচ্ছে।