মালদা

বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন

হক জাফর ইমাম, মালদা: বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করলো মালদা সহ দুই দিনাজপুরের হোমিওপ্যাথি চিকিৎসক রা । মালদা শহরের এক বিলাসবহুল হোটেলে হোমিওপ্যাথি চিকিৎসকদের সংগঠন, “বেঙ্গল হোমিওপ্যাথি ওয়েলফেয়ার এসোসিয়েশন” এই উপলক্ষে একটি আলোচনার আয়োজন করে । এই অনুষ্ঠানে মালদা সহ দুই দিনাজপুরে র প্রায় শতাধিক হোমিওপ্যাথি চিকিৎসক উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে চিকিৎসকরা মুলত হোমিওপ্যাথ চিকিৎসার প্রসার ও স্বল্প খরচে পার্শপ্রতিক্রিয়া হীন চিকিৎসার মাধ্যমে কেমনভাবে রোগমুক্ত সমাজগঠন করা যায় তাই নিয়ে আলোচনা করেন । বেঙ্গল হোমিওপ্যাথি ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি ডা: আজমাল হোসেন জানান ,”এই পৃথিবীতে হেমিওপ্যাথ চিকিৎসার প্রসার বাড়ছে ।হোমিওপ্যাথি চিকিৎসার জনক হেনিম্যানের ২৬৫ তম জন্মদিন ১০ এপ্রিল । আমরা সেইদিন টিকে স্মরণ করে বিশ্ব হেমিওপ্যাথ দীবস পালন করলাম। তিন জেলার শতাধিক হেমিওপ্যাথ চিকিৎসক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । এদিন মুলত বিভিন্ন বিশিষ্ট হেমিও চিকিৎসক হেমিও চিকিৎসার একাল সেকাল ও এবং হেমিও চিকিৎসার সাহায্যে রোগমুক্ত সমাজ গড়া যায় সেবিষয়ে আলোচনা করা হয়।