মালদা

আসন্ন বিধানসভার উপনির্বাচন উপলক্ষে বর্ণাঢ্য মহামিছিল ও নির্বাচনী সভা

হক জাফর ইমাম, মালদা: মঙ্গলবার মালদা হবিবপুরের আসন্ন বিধানসভার উপনির্বাচন উপলক্ষে মা মাটি মানুষের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী অমল কিস্কুর সমর্থনে মালদা বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় এক বর্ণাঢ্য মহামিছিল ও ছোট নির্বাচনী সভা আয়োজন করা হয়। এই দিনের মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী, এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাসদা, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডাঃ মোয়াজ্জেম হোসেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মৌসম বেনজির নূর , বিধায়িকা দিপালী বিশ্বাস , মালদা জেলার রতুয়া ২ নম্বর ব্লকের তৃণমূল পর্যবেক্ষক দেবপ্রিয় সাহা, মালদা জেলার তৃণমূল যুব সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল সহ জেলা ও ব্লক নেতৃত্ববৃন্দ। এই দিনে মিছিলের মাধ্যমে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের কাছে গিয়ে মা মাটি মানুষের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী অমল কিস্কুকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান