দেশ

আমেঠি আর ওয়ানাড়, এবার দুই কেন্দ্রেই রাহুল গান্ধী

নয়াদিল্লিঃ আজ সকালে কংগ্রেস প্রবীণ নেতা একে অ্যান্টনি সাফ জানিয়ে দিয়েছেন, এবারের নির্বাচনে উত্তর প্রদেশের আমেঠি ছাড়া কেরলের ওয়ানাড় আসন থেকেও লড়বেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এই প্রথম দুটি আসন থেকে লড়বেন রাহুল। রাহুলের দুটি আসন থেকে লড়া নিয়ে দিন কয়েক আগেই কেন্দ্রীয়মন্ত্রী তথা আমেঠিতে রাহুলের প্রতিদ্বন্দ্বী স্মৃতি ইরানি ব্যঙ্গ করে বলেছিলেন, জয় নিয়ে নিশ্চিত নন বলেই রাহুল দুটি কেন্দ্র থেকে লড়ার পরিকল্পনা করেছেন। স্মৃতির এই ব্যঙ্গকে শিশুসুলভ আখ্যা দিয়ে কংগ্রেস বলেছে, ‌একই অভিযোগ মোদি যখন গুজরাত ছেড়েছিলেন তাঁর ক্ষেত্রেও আনা যেতে পারে। স্মৃতিও চাঁদনি চওক এবং আমেঠি থেকে লড়েছিলেন। এবারও আমেঠিতে তিনি হারবেন। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘‌রাহুল আমেঠিকে নিজের পরিবারের অংশ বলে মনে করেন। দক্ষিণের সংস্কৃতি রক্ষার চেষ্টায় লড়ছেন তিনি। তাঁকে তামিলনাড়ু, কর্নাটক এবং কেরল থেকে দাঁড়াতে অনুরোধ করেছিলেন সেখানকার বাসিন্দারা।’‌