দেশ

রাজনৈতিক দলগুলিকে জানাতে হবে তারা কোথা থেকে টাকা পাচ্ছে

নির্বাচনী বন্ড বৈধই থাকছে। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে শুক্রবার সুপ্রিম কোর্ট জানালো নির্বাচনী বন্ড অবৈধ নয়। তবে রাজনৈতিক দলগুলিকে জানাতে হবে তারা কোথা থেকে টাকা পাচ্ছে। কাদের তারা টাকা দিচ্ছেন এবং তার রসিদ গোপন খামে নির্বাচন কমিশনে পেশ করতে হবে। এমনকী নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর মে মাসের ৩০ তারিখের মধ্যে কারা কারা রাজনৈতিক দলগুলিকে আর্থিকভাবে সাহায্য করেছেন তা জানাতে হবে কমিশনকে। সর্বোচ্চ আদালতে দায়ের হওয়া জনস্বার্থ মামলার মূল বক্তব্য ছিল, এই নির্বাচনী বন্ডের মাধ্যমে অজ্ঞাত উৎস থেকে রাজনৈতিক দলগুলি অর্থ পাচ্ছে। সেই অর্থ নির্বাচনের কাজে খরচ হচ্ছে। যার পরিণাম ভয়ানক।