দেশ

বিনা অনুমতিতে র‌্যালি করায় বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের বিরুদ্ধে এফআইআর

নয়াদিল্লিঃ আজ গৌতম গম্ভীরের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল নির্বাচন কমিশন। প্রসঙ্গত পূর্ব দিল্লি আসন থেকে এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী তিনি। অনুমতি না নিয়েই সভা করে তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করেছিলেন বলে অভিযোগ ওঠে। এরপরেই নির্বাচন কমিশনের তরফ থেকে দিল্লি পুলিশকে গৌতম গম্ভীরের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়। ২৬ এপ্রিল দিল্লির জাঙ্গপুরায় কমিশনের অনুমতি ছাড়াই সভা করেছিলেন গৌতম গম্ভীর। এই কারণে পূর্ব দিল্লির নির্বাচনী অফিসার কে মহেশ দিল্লি পুলিশকে গম্ভীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দেন। এর আগেই আপ নেতা অতিসি অভিযোগ করেছিলেন, বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের দুটি ভোটার কার্ড রয়েছে। যা জনপ্রতিনিধিত্ব আইনের পরিপন্থী। গৌতম গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ, তিনি করোল বাগ এবং রাজিন্দরনগর-এই দুই কেন্দ্রের ভোটার।