জেলা

শিলিগুড়িতে ৪৫০ জন বিজেপি-র কর্মী যোগ দিলেন তৃণমূলে

শিলিগুড়িঃ আজ লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভার তৃণমূল প্রার্থী অমর সিং রাই-এর সমর্থনে ফাঁসিদেওয়া ব্লকের মুরলীগছে অনুষ্ঠিত হল নির্বাচনী জনসভা । এই সভায় অনুষ্ঠিত হল যোগদান পর্ব । এদিন ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের গত বিধানসভা নির্বাচনের বিজেপি-র প্রার্থী তথা বর্তমান এস টি এস সি মোর্চার জেলা সভাপতি দূর্গা মুর্মু , ফাঁসিদেওয়া বিধানসভা ক্ষেত্রের বি জে পি -র সভাপতি বিনয় দাস, বি জে পি-র প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান জেলা কমিটির সদস্য শুকলাল মুর্মু এবং তাদের নেতৃত্বে ৪৫০ জন বিজেপি-র কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।