জেলা

প্যান্টোগ্রাফ ভেঙে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ

আজ দুপুরে লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে প্রায় ঘণ্টা দেড়েক ট্রেন চলাচল বন্ধ থাকল হাওড়া-বর্ধমান মেন লাইনে। চরম দুর্ভোগে পড়লেন যাত্রীরা। দুপুর সাড়ে তিনটে নাগাদ ফের পরিষেবা স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাণ্ডুয়া স্টেশনে ছাড়ার পরই আচমকাই ট্রেনের প্যান্ডোগ্রাফটি ভেঙে যায়। সঙ্গে সঙ্গে স্টেশনের বাইরে লাইনে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। বর্ধমান-হাওড়া মেন শাখার ডাউন লাইনে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে যুদ্ধকালীন তত্‍পরতায় ওই লোকাল ট্রেনটির প্যান্টোগ্রাফটি মেরামতির কাজ শুরু করেন রেলে কর্তৃপক্ষ। মেরামতি কাজ চলছে প্রায় ঘণ্টা দেড়েক। ততক্ষণ হাওড়া-বর্ধমান মেন শাখার ডাউন লাইনে বন্ধ ছিল ট্রেন চলাচল। দুপুরে সাড়ে ৩টে নাগাদ প্যান্টোগ্রাফটি মেরামতি হয়।