কলকাতা

‘জিজ্ঞসাবাদ করে পায়নি কিছুই, শুধু বলছে আমরা নাম বললে ছেড়ে দেওয়া হবে বলে প্রাক্তন আপ্তসহায়ককে চাপ দেওয়া হচ্ছে’, ইডির বিরুদ্ধে সরব সুজিত বসু

প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। তাঁর আত্মীয়-পরিচিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর মধ্যেই গুরুতর অভিযোগ আনলেন দমকলমন্ত্রী সুজিত বসু। তাঁর দাবি, তাঁর নাম বলার জন্য তাঁর আপ্ত সহায়কের উপরে চাপ দিচ্ছে ইডি। শনিবার সুজিত বসুর অভিযোগ, আমার প্রাক্তন আপ্ত সহায়ককে আমার নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে। আমার আপ্ত সহায়ক নিতাই দত্তকে জিজ্ঞসাবাদ করা হয়েছে। কিন্তু কিছুই পায়নি। শুধু বলছে আমরা নাম বললে ছেড়ে দেওয়া হবে। এভাবে ভোটের আগে তৃণমূল নেতাদের ভোটের আগে জেলবন্দি করে রাখার চেষ্টা হচ্ছে। দোষী হলে গ্রেফতার করুন। কিন্তু অনেকে দোষী না হলেও জিজ্ঞসাবাদ করে অসুস্থ করে দেওয়া হচ্ছে। শনিবার লেকটাউনে তৃণমূলের একটি পথসভা ছিল। সেখানেই ইডির কার্যকলাপ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সুজিত বসু। সুজিত বসু বলেন, আমরা আপ্ত সহায়ক ছিলেন নিতাই দত্ত তা সবাই জানে। কাউন্সিলর ছিল ভাইস চেয়ারম্যান হয়েছে। তার বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হল। টানা ১২ ঘণ্টা জেরা তাকে করা হল। তাকে জেরা করে কিছু পাওয়া গেল না, বাড়ি থেকেও কিছু পাওয়া গেল না। বলা হচ্ছে সুজিত বসুর নামটা বলে দাও তাহলে তোমাকে ছেড়ে দেব। এটা কোন ধরনের অত্যাচার?