নিয়োগ দুর্নীতি মামলায় এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। মঙ্গলবারই তাঁকে ডেকে পাঠানো হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে ইডি এবং সিবিআই জেরা করতে পারবে বলে অনুমতি দিয়েছিল কলকাতা হাই কোর্ট। তবে ইডি সূত্রে খবর, কুন্তলের চিঠি ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। সূত্রে খবর নোটিসে ১৩ জুন সকাল সাড়ে ১১টার সময় অভিষেককে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলেছে ইডি। আর এই নোটিস অভিষেকের কাছে পৌঁছেছে বৃহস্পতিবারই। ঘটনাচক্রে বৃহস্পতিবার সকালেই অভিষেক পত্নী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কেও ডেকে পাঠানো হয়েছিল সিজিওতে। প্রায় চার ঘণ্টা জেরা করার পর বিকেল সাড়ে চারটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন রুজিরা। নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকেও গ্রেফতার করেছে ইডি। যিনি এক সময় অভিষেকের একটি অফিসে কাজ করতেন। সুজয় এখন ইডি হেফাজতেই। আগামী ১৪ জুন তাঁর হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা। তার ঠিক আগের দিনই অভিষেককে সিজিওতে ডেকে পাঠানো হল ইডির তরফে।