কলকাতা

রাজারহাটে বাংলো ও রিসোর্ট ভাড়া দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেফতার ৪

রাজারহাটের বৈদিক ভিলেজে বাংলো ও রিসোর্ট ভাড়া দেওয়ার নাম করে সোশ্যাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে চলছিল প্রতারণা । সেই বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে প্রতারিত হন কোস্ট গার্ডের এক কমান্ডার।প্রতারণার অভিযোগে ৪ জনকে কলকাতার তপসিয়া থেকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর,রাজারহাট থানার অন্তর্গত বৈদিক ভিলেজে বাংলো ও রিসোর্ট ভাড়া দেওয়ার নাম করে সোশ্যাল মধ্যেমে বিজ্ঞাপন দেখেন ভারতীয় কোস্ট গার্ডের এক কমান্ডার। সেখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তিনি। তারপর তিনি অনলাইনে বুকিং করে। যা ভাড়া তার অর্ধেক পেমেন্ট করে দেন অনলাইনে। এরপর তিনি বৈদিক ভিলেজে গিয়ে যোগাযোগ করলে জানতে পারেন তার নামে কোনো বুকিং হয়নি। এরপর ওই প্রতারকদের সাথে বার বার যোগাযোগ করতে চাইলে তাঁদের সাথে যোগাযোগ করতে পারেননি। এমনকি ফোন ও রিসিভ করছিলো না। তখন তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছে। এরপর তিনি রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর রাজারহাট থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমে কলকাতার তপসিয়া থেকে চারজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম আশরাফ ইমাম(তপসিয়া),ইমরান ইমাম(তপসিয়া),শেখ সাকিব(তপসিয়া),মহম্মদ মিরাজ(কাশিপুর,ভাঙড়)। ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হয় এবং পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায়।