পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করল রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী ১৮ তারিখ সমস্ত জেলাশাসকদের বৈঠকে ডাকা হয়েছে। কমিশনের কর্তারা ওইদিন জেলাশাসকদের (DM)সঙ্গে ভারচুয়াল বৈঠক করবেন। আলোচনা হতে পারে বুথের খসড়া তালিকা নিয়ে। এরপর ২৫ এপ্রিলের মধ্যে চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে হবে। বুধবার নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে পঞ্চায়েতের প্রস্তুতি নিয়েই ভারচুয়াল বৈঠক করেছিলেন মুখ্যসচিব। এছাড়া আগামী ২৬ তারিখ মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের মন্ত্রী ও সচিবদের ডেকেছেন পর্যালোচনা বৈঠকের জন্য। কোন কোন কাজ বাকি, কেন বাকি সেসব নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে। ফলে সবমিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে সর্বস্তরে। ফলে মনে করা হচ্ছিল চলতি এপ্রিল মাসেই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে দেবে রাজ্য নির্বাচন কমিশন। সেক্ষেত্রে ভোট হতে পারে মে মাসের দ্বিতীয়ার্ধে।