কলকাতা

আগামীকাল ২দিনের বঙ্গ সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২দিনের বঙ্গ সফরে শুক্রবার দুপুরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট নাগাদ বিশেষ বিমানে দুর্গাপুর এয়ারপোর্টে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । সেখান থেকে হেলিকপ্টারে চেপে ১২টা বেজে ৪৫ মিনিট নাগাদ পৌঁছবেন বীরভূম জেলার সিউড়ি হ্যালি প্যাডে। এরপর সেখান থেকে সড়ক পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন বীরভূম জেলার সার্কিট হাউসে। সেখানে তিনি বি আর আম্বেদকরের একটি মূর্তির উন্মোচন করবেন। এরপর সেখান থেকে সড়কপথে রওনা দেবেন শিউরির বেণীমাধব স্কুলের মাঠে। দুপুর দুটো নাগাদ বেণীমাধব স্কুলের মাঠে জনসভায় পৌঁছে সেখানে তিনি বক্তব্য পেশ করবেন।সিউড়ির বেণীমাধব স্কুলের মাঠের জনসভায় অন্য রাজনৈতিক দল থেকে বেশ কয়েকজন জন প্রতিনিধি ও নেতার পদ্ম শিবিরে যোগদান পর্ব হতে পারে বলে সূত্রের খবর। এরপর সেখান থেকে বিকেল তিনটে নাগাদ সড়কপথে ফের যাবেন সিউড়ির বিবেকানন্দ পল্লীতে জেলা বিজেপির (BJP)পার্টি অফিসে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে বীরভূম জেলা সফর দিয়ে পদ্ম শিবিরকে অক্সিজেন দিতে তার এই প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। ওই সভা শেষ করে বিকেল চারটে নাগাদ ফের সড়ক পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছবেন সিউড়ি হ্যালি প্যাডে।সেখান থেকে হেলিকপ্টারে রওনা দেবেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে । শুক্রবার বিকেল পাঁচটা বেজে দশ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছে সড়কপথে তিনি যাবেন নিউটাউনের ওয়েস্টার্ন হোটেলে ।সেখানে শুক্রবার সন্ধ্যা ছটা থেকে তিনি একাধিক সাংগঠনিক বৈঠক করবেন। সেখানে দলের একাধিক নেতৃত্বকে নিয়ে গভীর রাত পর্যন্ত গোপন বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে সূত্রের খবর। সম্প্রতি হাওড়ার শিবপুর ও রিষড়াতে পরপর যে ধরনের হামলার ঘটনা ঘটেছে, সেই প্রসঙ্গে দলের নেতা ও সাংগঠনিক কর্মীদের কাছ থেকে খুঁটিনাটি বিষয় জেনে নেবেন।এরপর ওই হোটেলে রাত্রি বাসের পর শনিবার পয়লা বৈশাখের দিন তার দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে পুজো দিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে । শনিবার তিনি বঙ্গ থেকে কলকাতা বিমানবন্দর হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।