বিদেশ

সফল অস্ত্রোপচার, আপাতত বিপদমুক্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

 প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।।  তাঁর অস্ত্রোপচার সফল। ডান পায়ে আটকে থাকা গুলি বের করা সম্ভব হয়েছে। গতকালের থেকে আজ শুক্রবার অনেকটাই স্বস্তি বোধ করছেন।  কথা বলেছেন  চিকিৎসকদের সঙ্গে। আপাতত ইমরান বিপদমুক্ত বলেই মেডিক্যালে বুলেটিনে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁকে কিছুদিন পর্যবেক্ষণে থাকতে হবে।  জানা গিয়েছে, এদিন দুপুরে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে হাসপাতালে দেখা করতে আসবেন তাঁর দলের শীর্ষনেতারা। হাসপাতালে পরবর্তী কর্মসূচি নিয়ে তাঁরা আলোচনা করবেন। হামলার পরে পরে দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই হামলার পরেও সরকার বিরোধী আন্দোলন থেকে পাকিস্তান-তেহরিক-ইনসাফ সরে আসবে না। মনে করা হচ্ছে, সেই আন্দোলনের রূপরেখা তৈরি করতেই হাসপাতালেই কর্মী সমর্থকদের নিয়ে ইমরান বৈঠক করবেন।সেই সাক্ষাতের আগেই দলের শীর্ষ নেতা আসাদ উমর সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় সরকার বিরোধী আন্দোলন  আরও জোরদার করার আর্জি জানিয়েছেন। গতকালের হামলার সঙ্গে জড়িত সন্দেহ পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। তার কাছ থেকে পাওয়া গিয়েছে, একটি নাইন এমএম পিস্তল। দুটি খালি ম্যাগাজিন। যদিও পুলিশের তরফ থেকে ধৃতের নাম  প্রকাশ করা হয়নি। গতকালের হামলায় একজনের মৃত্যু হয়েছে বলে খবরে প্রকাশ।