প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রবীণ সিপিএম নেতা সুদর্শন রায়চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। শুক্রবার সকালে হঠাত্ই জ্বর আসে। তার পর তাঁকে উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ রাত ৮ টা ৩০মিনিট নাগাদ উত্তরপাড়ার এক বেসরকারী হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৮৯ সালে প্রথম বার লোকসভা ভোটে দাঁড়িয়ে শ্রীরামপুর সাংসদ হয়েছিলেন তিনি। ১৯৯১ সালে দ্বিতীয় বার জিতেছিলেন তিনি। ১৯৯৬ সালে তিনি লোকসভা ভোটে পরাজিত হন প্রদীপ ভট্টাচার্যের কাছে। তার পরেও বার কয়েক ভোটে দাঁড়িয়ে পরাজিত হন তিনি। ২০০৬ সালে জাঙ্গিপাড়া থেকে বিধানসভা ভোটে দাঁড়ান। সে বার জিতে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের উচ্চশিক্ষা দফতরের মন্ত্রী হন তিনি।