দেশ

কর্নাটকে ক্ষমতা ধরে রাখতে পারছে না বিজেপি! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

কর্নাটকে ক্ষমতা ধরে রাখতে পারছে না বিজেপি। শুধু তাই নয়, গত বারের মতো একক বৃহত্তম দলের মর্যাদাও পাচ্ছে না। বুধবার ভোট শেষ হওয়ার পরে বুথ ফেরত সমীক্ষায় তেমনই ইঙ্গিত মিলেছে। যদিও ২০১৮ সালের মতো এবারেও বিধানসভার ভাগ্য ত্রিশঙ্কু হতে চলেছে বলে সমীক্ষায় উঠে এসেছে। একক বৃহত্তম দল হয়ে অবতীর্ণ হতে চলেছে কংগ্রেস। আর সরকার গঠনের চাবিকাঠি থাকছে এইচ ডি দেবেগৌড়ার জেডিএসের হাতে। গতবারের মতোই কিংমেকার হচ্ছেন দেবেগৌড়া পুত্র এইচডি কুমারস্বামী।