ইউক্রেন যুদ্ধের মধ্যেই আগামী মাসে রাশিয়া সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। ৮ নভেম্বর মস্কো পৌঁছবেন তিনি। সেখানে রুশ বিদেশমন্ত্রী সর্গেই লেভরভের সঙ্গে বৈঠক করবেন জয়শংকর। সম্প্রতি মস্কোর পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত বাহিনী ‘নিউক্লিয়ার স্ট্যাটেজিক ফোর্স’-র মহড়া ঘিরে দেখা দিয়েছে আতঙ্ক। সূত্রের খবর, রাশিয়া সফরে গিয়ে এই বিষয়ে কথা বলবেন বিদেশমন্ত্রী জয়শংকর। পাশাপাশি খনিজ তেলের দাম এবং খাদ্য সংকট নিয়েও মস্কোর সঙ্গে কথা হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার জয়শংকরের মস্কো সফরের কথা জানান রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, “দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার পাশাপাশি আন্তর্জাতিক নানা ইস্যুতেও আলোচনা হবে।”