দেশ

গুজরাত থেকে গ্রেফতার ভুয়ো বিজ্ঞানী

গত ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ করেছে ল্যান্ডার বিক্রম।  এর সাফল্যের কৃতিত্ব ইসরোর। দেশের বিভিন্ন প্রান্তে বিজ্ঞানীরা এই কর্মযজ্ঞের যুক্ত ছিলেন। এই সাফল্যের পর তাঁদের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে। এরই মাঝে এবার খোঁজ মিলল ভুয়ো বিজ্ঞানীর। যে নিজেকে চন্দ্রযান-৩ মিশনের সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন। মিতুল ত্রিবেদী নামে ওই ব্যক্তি গুরাতের বাসিন্দা। একাধিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে মিতুলকে গ্রেফতার করে সুরাত পুলিশ। মিতুল ত্রিবেদীর দাবি, বিক্রম ল্যান্ডারের প্রাথমিক নকশা তার হাতেই তৈরি । ইসরোর নিয়োগপত্রও প্রমাণ হিসাবে দেখান।  গত ২৪ অগস্ট বিক্রম ল্যান্ডারের সফল অবতরণের পরেই তিনি একাধিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ইসরোর বিজ্ঞানী বলে দাবি করেন।  এই বিষয়টি গুজরাত পুলিশের নজরে আসে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ভুয়ো নিয়োগপত্র তৈরি করেছেন মিতুল। তাঁর বিরুদ্ধে সুরাতের অপরাধ দমন শাখা জালিয়াতির অভিযোগ দায়ের করে। এই অভিযোগের তাঁকে গ্রেফতার করে পুলিশ।