দেশ

মধ্যপ্রদেশে বাসের সঙ্গে ট্রলি ট্রাকের সংঘর্ষ, মৃত ১৫, আহত ৪০

মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১৫ জনের৷ আহত হয়েছেন আরও ৪০ জন৷ একটি বাসের সঙ্গে একটি ট্রলি ট্রাকের সংঘর্ষের জেরেই মর্মান্তিক এই পরিণতি হয়। আহতদের মধ্যে কুড়ি জন উত্তর প্রদেশের প্রয়াগরাজের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ বাসটি হায়দ্রাবাদ থেকে উত্তর প্রদেশের গোরখপুরে যাচ্ছিল৷ বাস যাত্রীরা প্রত্যেকেই উত্তর প্রদেশেরই বাসিন্দা বলে খবর৷ জেলাশাসকের দাবি, ওই ট্রলি ট্রাকটি প্রথমে সামনে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে৷ রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা ওই ট্রলি ট্রাকটির পিছনে সজোরে ধক্কা মারে যাত্রীবাহী বাসটি৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র৷ জানা গিয়েছে, উত্তর প্রদেশের বাসিন্দা শ্রমিকরা দিওয়ালি উপলক্ষে বাসে করে বাড়ি ফিরছিলেন৷ বাসটিতে প্রায় একশো জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে৷ ঘটনায় শোক প্রকাশ করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন৷ গুরুতর আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে দেওয়া হবে৷