খেলা

‘বেআইনি ভাবে পদ থেকে সরানো হয়েছে সৌরভকে’, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে বেআইনি ভাবে সরানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে! এই প্রশ্ন তুলেই হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করলেন এক আইনজীবী। তাঁর নাম রমাপ্রসাদ সরকার। সূত্রে খবর, এই মামলা দায়ের করা হয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। প্রসঙ্গত, এই বছরেই সভাপতি হিসেবে মেয়াদ শেষ হয়েছে সৌরভের। তিনি বোর্ডের অন্য কোনও পদেও নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ, একজন আধিকারিক বোর্ডে ৬ বছর ও রাজ্যসভায় ৬ বছর থাকতে পারবেন। মানে, সৌরভের হাতে সময় ছিল আরও ৩ বছর। তবে সেই সুযোগ তাঁকে দেওয়া হয়নি। প্রসঙ্গত, সচিব পদে এখনও আছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। তাহলে তিনি সরলেন না কেন? জনস্বার্থ মামলা দায়ের করে আইনজীবী বলেন, জয় শাহ থাকতে পারলে সৌরভ গাঙ্গুলী কেন নয়? তাঁর প্রশ্ন, তাহলে রাজনৈতিক কারণে সরানো হয়েছে সৌরভকে? অন্যদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে তা হয়নি। সৌরভ বলেছিলেন, নির্বাচন হলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন না হওয়ায় তিনি বলেছিলেন, ‘জানি না কেন হয়নি’।