দেশ

উসকানিমূলক মন্তব্যের জেরে রামদেবের বিরুদ্ধে এফআইআর, রয়েছে একাধিক অভিযোগ

বাবা রামদেবের বিরুদ্ধে এফআইআর করা হল। পাঠাই খান নামের এক স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে আজ, রবিবার চৌহাতান পুলিস স্টেশনে রামদেবের নামে এই এফআইআর দায়ের হয়। অন্যের ধর্মবিশ্বাসে আঘাত করা, সাম্প্রদায়িক বোঝাপড়ায় পারস্পরিক বিদ্বেষ তৈরির আবহ তৈরির অপরাধে এই এফআইআর করা হয়েছে বলে জানা গিয়েছে। রাজস্থানের বারমের জেলায় ‘সিয়ার্স মিট’-য়ে রামদেব আপত্তিকর মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে। অতীতেও বহু বিতর্কিত মন্তব্য করেছেন যোগগুরু। এর মধ্যে রাজনৈতিক মন্তব্যও রয়েছে। এবার একেবারে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করে বসেছেন রামদেব। রামদেব বলেছিলেন, হিন্দু মহিলাদের অপহরণ করে মুসলিমরা। সনাতন, ইসলাম ও খ্রিস্টান ধর্মের তুলনা করতে গিয়ে রামদেব বলেন, মুসলিমরা হিন্দু মহিলাদের অপহরণ করে, সন্ত্রাস ছড়ায়। ইসলাম ও খ্রিস্ট ধর্মের লক্ষ্যই হল ধর্মান্তরণ। অন্য দিকে, হিন্দুদের শিক্ষা হল সবার ভালো করা। রাজস্থানের সভায় রামদেব বলেছেন, মুসলিমরা দিন ৫ বার নামাজ পড়ে। তারপর যা চায় তা করে। ওরা হিন্দু মহিলাদের অপহরণ করে সব ধরনের পাপ কাজ করে। তবে পাঁচবার নামাজ অবশ্য পড়ে। সনাতন ধর্মের শিক্ষা এমন নয়। সোশ্যাল মিডিয়ায় রামদেবের একটি বক্তব্য ভাইরাল হয়েছে। তবে ওই ভিডিও সত্যতা যাচাই করতে পারেনি বঙ্গনিউজ। ওই ভিডিয়োতে রামদেব বলেছেন, কাউকে নিশানা করছি না, কিন্তু কিছু লোকের কথাই হল, তারা গোটা দুনিয়াটাকে ইসলাম ধর্মে দীক্ষা দেবে। অন্য একটি দল চায়, তারা গোটা দুনিয়াটাকে খ্রিস্টান ধর্মের আওতায় আনবে। ওরা জঙ্গি হয়, অপরাধী হয় কিন্তু নামাজ পড়ে। অন্য দিকে, সনাতন ধর্ম মানুষকে শিক্ষা দেয়– হিংসা করো না, অসৎ হোয়ো না; খুব সকালে উঠে পড়ো, প্রার্থনা করো, যোগাভ্যাস করো।