কেষ্টপুরে সিলিন্ডার বিস্ফোরণ। বৃহস্পতিবার কেষ্টপুরের রবীন্দ্রপল্লির বাজারে আগুনে ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি দোকান। ঘটনায় আহত ৯। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাজারে আচমকাই আগুন চোখে পড়ে বাসিন্দা ও ক্রেতাদের। বিস্ফোরণের পরই হুলুস্থুল পড়ে যায় বাজারে। বৃহস্পতিবার দুপুরে বন্ধ দোকানে সিলিন্ডার ফেটে ভয়ঙ্কর দুর্ঘটনা। এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ বাজারে একটি বন্ধ দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা তা নেভাতে যান। সেই সময় আচমকা বিস্ফোরণ হয়। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ, দমকলের একাধিক ইঞ্জিন, অ্যাম্বুল্যান্স। অগ্নিকাণ্ডে ৯ জন আহত হয়েছেন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় বাধার মুখে পড়েন দমকল কর্মীরা। প্রতিকূলতার মধ্যেই কাজ করেন তাঁরা। পর পর একাধিক সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলেই প্রাথমিক অনুমান দমকল বাহিনীর। কিন্তু কীভাবে বিস্ফোরণ, তা এখনও বোঝা যাচ্ছে না বলেই জানা যাচ্ছ। তাঁদের মধ্যে দু”জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।