কলকাতা বিধাননগর পৌরভবনে আগুন, ঘটনাস্থলে দমকল Posted on September 25, 2020 Author বঙ্গনিউজ Comments Off on বিধাননগর পৌরভবনে আগুন, ঘটনাস্থলে দমকল বিধাননগর পৌরভবনের তিন তলায় আগুন। এয়ার-কন্ডিশনার থেকে বৈদ্যুতিক গোলযোগেই এই আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।