কলকাতা বিমানবন্দরে করোনা সংক্রমণের খোঁজ মিলল এক বিদেশি মহিলার শরীরে। জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম ক্রিস্টি মেরি। ৪২ বছর বয়সী এই ব্রিটিশ মহিলা অস্ট্রেলিয়া থেকে ফিরছিলেন। আজ, দুপুর ১২টা ৪০ নাগাদ কলকাতায় নামেন বলে খবর। কলকাতা বিমানবন্দরে অবতরণকারী যাত্রীদের করোনা টেস্টের সময়ে ওই মহিলার রিপোর্টে পজিটিভ আসে। তাঁকে তৎক্ষনাৎ বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তিনি ইতিপূর্বেও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন। পরে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। তাঁর আরটিপিসিআর করার কথা ভাবা হচ্ছে।