খেলা

প্রয়াত ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার জা ফঁতে

প্রয়াত হলেন ফ্রান্সের প্রাক্তন ফুটবলার জা ফঁতে । বুধবার তাঁর প্রাক্তন ক্লাব রেমস এ কথা ঘোষণা করেছে। ১৯৫৮ সালের ফুটবল বিশ্বকাপে ১৩টি গোল করে রেকর্ড গড়েছিলেন তিনি। মৃত্যুকালে এই কিংবদন্তী ফুটবলারের বয়স হয়েছিল ৮৯ বছর। জা ফঁতের জন্ম মরোক্কোতে। মরক্কোতে জন্ম হলেও ফঁতে ফ্রান্সের হয়ে খেলতেন। ইউএসএম কাসাব্লাঙ্কার হয়ে মাঠে নেমে ৪৮টি ম্যাচে ৬২টি গোল করেন। নাইসের হয়ে ৬৯টি ম্যাচ খেলে ৪২টি গোল করেছিলেন জা ফঁতে। রেইমসের হয়ে ১৩১টি ম্যাচ খেলে ১২২টি গোল করেন এই কিংবদন্তী ফুটবলার। ফ্রান্সের জার্সিতে ২১টি ম্যাচে তিনি গোল করেছেন ৩০টি। ১৯৫৮ সালের ফুটবল বিশ্বকাপে ছ’টি ম্যাচ খেলে ১৩টি গোল করেছিলেন ফঁতে। ওই বছর বিশ্বকাপে ফঁতের ফ্রান্স সেমিফাইনালে হেরে গিয়েছিল ব্রাজিলের কাছে। ১৯৫৮ সালের বিশ্বকাপে ইতিহাস তৈরির জন্য ২০১৪ সালের বিশ্বকাপে ফঁতেকে গোল্ডেন বুট সম্মান দেওয়া হয়েছিল। রোনাল্ডোর হাত থেকে সেই সম্মান গ্রহণ করেছিলেন কিংবদন্তী ফঁতে। সোনার বুট নিয়ে ফঁতে বলেছিলেন, ‘এই সোনার জুতো পেয়ে আমি গর্বিত। এটা অনন্য। আমি নিজেও অনন্য। আর যার হাত থেকে এই সম্মান গ্রহণ করলাম, সেও সব দিক থেকেই অনন্য।’