দেশ

প্রয়াত প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । রবিবার ভোর পাঁচটা নাগাদ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নিজের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী গত ডিসেম্বর মাসে পা পিছলে বাথরুমে পড়ে গিয়েছিলেন। তারপর থেকেই শরীর ভাল যাচ্ছিল না। অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। মূত্রের সমস্যাও দেখা দেয়। গত ৩০ ডিসেম্বর তাঁকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সিভিল লাইনসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বেশ কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাঁকে বাড়ি নিয়ে আসা হয়। রবিবার ভোর ৫টা নাগাদ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কেশরীনাথ ত্রিপাঠী মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে টুইটারে শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘শ্রী কেশরীনাথ ত্রিপাঠী জি তাঁর সেবা ও বুদ্ধির জন্য সম্মানিত ছিলেন। সাংবিধানিক বিষয়ে পারদর্শী ছিলেন তিনি। রাজ্যের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেছিলেন তিনি এবং উত্তরপ্রদেশে বিজেপির গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর প্রয়াণে আমি ব্যথিত। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।’