কলকাতা

সাম্মানিক বিদেশি ডিগ্রি ব্যবহারের বাতিল রেজিস্ট্রেশন, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন

রেজিস্ট্রেশন বাতিলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন ৷ সাম্মানিক বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগে গতকাল তাঁর রেজিস্ট্রেশন বাতিল করেছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল ৷ শুক্রবার কলকাতা হাইকোর্ট তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে ৷ সোমবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ৷ গত মাসে তা নিয়ে শান্তনুকে নোটিশ দিয়েছিল কাউন্সিল। গতকাল তলব করে কাউন্সিল।রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে না জানিয়ে শান্তনু সেন সাম্মানিক গ্লাসগো এফআরসিপি ডিগ্রি ব্যবহার করছিলেন বলে অভিযোগ ৷ তাই দু’বছরের জন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে ৷ গত ডিসেম্বরে শান্তনু সেনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে মেডিক্যাল কাউন্সিল ৷ এই বিষয়ে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের সচিবকে চিঠি পাঠান কাউন্সিলের তৎকালীন রেজিস্ট্রার মানস চক্রবর্তী ৷ জুন মাসে এই বিষয়ে শান্তনুকে নোটিশ দিয়েছিল কাউন্সিল ৷ গতকাল তাঁকে তলব করে এই সিদ্ধান্তের কথা জানায় কাউন্সিল ৷ এদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন শান্তনু সেন ৷ তিনি পাল্টা অভিযোগ করেছেন, “ডাঃ সুদীপ্ত রায়ের নেতৃত্বে মেডিক্যাল কাউন্সিল প্রথম দিন থেকে আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করে রেখেছে ৷ আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে ৷” এই ঘটনার পর শান্তনু সাম্মানিক ডিগ্রি ব্যবহারের ঘটনায় বলেন- “এমবিবিএস-এর পরে রেডিয়োলজিতে কোনও পড়াশোনা ও যোগ্যতা ছাড়া আমি সরাসরি এফআরসিপি ডিগ্রি লিখে বিশেষজ্ঞ হিসাবে প্র্যাকটিস করলে, সেটা অন্যায় হত ৷” তাঁর দাবি, যে পদ্ধতিতে তাঁর লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আইনসঙ্গত নয় ৷ সেই জন্য তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৷