প্রবল বৃষ্টিতে প্রাণ গেল কমপক্ষে ৬৯ জনের ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ কমবেশি ৪০০ কোটি! গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশে লাগাতার ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে ৷ তার জেরে কার্যত বিপর্যস্ত জনজীবন ৷ মৃতের সংখ্যা থেকে শুরু করে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসনের একটা বড় অংশ ৷ চিন্তা আরও বাড়িয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস ৷ হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ৭ জুলাই পর্যন্ত রাজ্যের প্রায় সর্বত্র ভারী বৃষ্টি হতে পারে ৷ জারি হয়েছে লাল সতর্কতা ৷ উদ্ধারের পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করে দেখছে প্রশাসন ৷ প্রাথমিকভাবে মনে করছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা ৷ বৃষ্টির জেরে বহু বাড়ি ভেঙে গিয়েছে ৷ রাস্তা থেকে শুরু করে অস্থায়ী সেতুর ক্ষতি হয়েছে ৷ উদ্ধারের কাজ শুরু করে হিমাচল প্রদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে ৷ কোথাও কেউ আটকে পড়লে তাঁকে উদ্ধার করা হচ্ছে ৷
