ছত্তিশগড়ে নাম ঘোষণা হল নয়া মুখ্যমন্ত্রীর। নতুন মুখ্যমন্ত্রী হলেন বিষ্ণু দেও সাই। পাঁচ রাজ্যের মধ্যে তিন রাজ্যে বিপুল ভোটে জয় পেয়েছে বিজেপি। তার মধ্য ছত্তিশগড় অন্যতম। কংগ্রেসের থেকে হাত থেকে ছিনিয়ে নিয়ে সেখানে জয় হাসিল করেছে বিজেপি। এটি তিন রাজ্যের মধ্য়ে প্রথম রাজ্যে ছত্তিশগড়, যেখানে জয় পাওয়ার পর বিজেপি এই প্রথম মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল। রবিবার রায়পুরে দলের নেতাদের নিয়ে বৈঠক করে বিজেপি নেতৃত্ব। সেই বৈঠকে ছিলেন ছত্তিশগড়ের বিজেপি সাংসদরাও। মুখ্যমন্ত্রী নির্বাচনে তাঁদের মতামত নেওয়া হয়। ছত্তিশগড়ে ৯০টি বিধানসভা আসনের মধ্যে ৫৪টি পেয়েছে বিজেপি। এককথায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেরাজ্যে সরকার গড়ার পথে গেরুয়া ব্রিগেড। সেকারণে আদিবাসী থেকে ওবিসি সব দিক নজর রেখে ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রীর নির্বাচনে বিজেপি মন দিয়েছিল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আদিবাসী সমাজের একজন বড় নেতা বিষ্ণু দেও সাই। পাশাপাশি একাধিক প্রতিষ্ঠানে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। ৩ ডিসেম্বর চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল। তার এক সপ্তাহ পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হল।