কলকাতা

অ্যাডিনো ভাইরাসের উদ্বেগের মাঝে ফের ৪ শিশুর মৃত্যু

অ্যাডিনো ভাইরাস নিয়ে উদ্বেগের মাঝে ফের শিশু মৃত্যু রাজ্যে। বুধবার সকালে বিসি রায় শিশু হাসপাতালে মৃত্যু হল আরও ২ শিশুর । পাশাপাশি কলকাতা মেডিকেল হাসপাতালে মৃত্যু হল আরও দুই শিশুর। খুদে সদস্যের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে মৃত শিশুদের  পরিবার। জানা গিয়েছে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গোবরডাঙা এলাকার বাসিন্দা চার বছরের একটি শিশুকে ভর্তি করা হয়েছিল হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে তাঁকে পাঠানো হয় বিসি রায় শিশু হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন ছিল একরত্তিটি। কিন্তু শেষরক্ষা হল না। বুধবার ভোর ৪.৫৫ মিনিট নাগাদ মৃত্যু হয় শিশুটির। নিউমোনিয়ার জেরে শিশুটির মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। বুধবার ভোরে বিসি রায় হাসপাতালে এক সদ্যোজাতের মৃত্য হয়েছে। রবিবার বারাসতের হাসপাতালে জন্মের পরই শ্বাসকষ্ট শুরু হলে তাকে কলকাতায় এনে বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না।  বারাসতের নবপল্লির ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিশুটির মা। অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। জীশান টুডু নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হুগলি জেলার হামিদপুরের বাসিন্দা  শিশুটি। জ্বর শ্বাসকষ্ট নিয়ে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখান থেকে গত ১৯ ফেব্রুয়ারি  তাকে কলকাতায় নিয়ে আসা হয়। বুধবার ভোরে তার মৃত্যু হয়। বুধবার ভোরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত দ্বিতীয় শিশুর বয়স ২২ দিন। হাওড়ার বাগনানের বাসিন্দা।