ঝাড়খণ্ডের ধানবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা৷ কাকার বাড়িতে ঘুরতে এসে বিমানে চেপেছিল ১৪ বছরের কিশোর। কিন্তু ক্ষণিকের মজাদার বিমান সফরে যে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে, তা কল্পনাও করতে পারেনি ওই কিশোর। গ্লাইডার বিমানে চাপতেই তা মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল বাড়ির উপর। অল্পের জন্য প্রাণরক্ষা হলেও, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ১৪ বছরের ওই কিশোর ও বিমানের পাইলট। দুজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের ধানবাদে। পাইলটের ককপিটের একটি ভিডিও উদ্ধার করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে কীভাবে আকাশ থেকে সজোরে একটি আবাসনের ছাদে আছড়ে পড়ছে বিমানটি। বিমানের ককপিট থেকে যে ফুটেজটি উদ্ধার করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, উড়ান শুরু করতেই হঠাৎ তার অভিমুখ নীচের দিকে হয়ে যায়। সামনের একটি বাড়ির কংক্রিটের পিলারের সঙ্গে ধাক্কা লাগে বিমানের। ছাদেই আছড়ে পড়ে বিমানটি। বিমানের পাইলট ও যাত্রীর ঠিক মাঝখান থেকে ফুঁড়ে ঢুকে যায় পিলারটি। বৃহস্পতিবার বহবাওড্ডা বিমান স্ট্রিপ থেকে উড়ান নেওয়ার পরে ধানবাদ শহরের উপরে আকাশে ঘুরে বেড়াচ্ছিল বিমানটি৷
হঠাৎই দুর্ঘটনা৷ দেখতে না দেখতেই বিমানটি এসে ভেঙে পড়ল বীরসা মুণ্ডা পার্কের কাছে অবস্থিত একটি বাড়ির ছাদে৷ নীলেশ কুমার নামে যে ব্যক্তির বাড়ির উপরে গ্লাইডার বিমানটি ভেঙে পড়েছে, তিনি জানিয়েছেন, বিমান ভেঙে পড়ার ঘটনায় তাঁর পরিবারের কেউ আহত হননি। বিমানটি যে সময়ে ভেঙে পড়ে, সেই সময়ে ঘরের বাইরেই খেলছিল। কোনওমতে তাঁরা দুর্ঘটনা থেকে রক্ষা পান। বিমানটিতে আগুন ধরে না যাওয়ায় ভয়াবহ কোনও ঘটনা ঘটেনি৷ ঘটনায় বিমান চালক এবং বিমানে থাকা ওই কিশোর আহত হয়েছেন৷ উভয়কে স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ তবে তাঁদের অবস্থা এখন আশঙ্কাজনক। ওই কিশোর বিহারের পটনার বাসিন্দা। ধানবাদে কাকার বাড়িতে ঘুরতে এসেছিল সে। বিমানে গোটা শহর ঘুরিয়ে দেখানো হয়, এই কথা শুনেই গ্লাইডার বিমানে চাপে সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারোয়াদা থানার পুলিশ। যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনা ঘটলেও এর পিছনে প্রকৃত কারণ কী, তা এখনও জানা যায়নি৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধানবাদের বারওয়াড্ডা এয়ারস্ট্রিপ থেকে বৃহস্পতিবার দুপুরে ওই ছোট গ্লাইডার বিমানটি ছাড়ে। তবে উড়ান শুরু করার কয়েক মুহূর্তের মধ্যেই তা ৫০০ মিটার দূরে একটি বাড়ির উপরে ভেঙে পড়ে। হঠাৎ কী কারণে ভেঙে পড়ল ওই বিমানটি, তা এখনও জানা না গেলেও প্রাথমিক তদন্তে অনুমান, প্রযুক্তিগত সমস্যার কারণেই বিমানটি ভেঙে পড়েছে। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।