কলকাতা

করোনা মোকাবিলায় জিনিসপত্র কেনার ক্ষেত্রে আর্থিক দুর্নীতি হচ্ছে, অভিযোগ রাজ্যপালের

রাজ্য সরকারের বিরুদ্ধে ফের অভিযোগ রাজ্যপালের ৷ এবার কোরোনা মোকাবিলায় জিনিসপত্র কেনার ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ধনকড়ের ৷ হিসেব চেয়ে মুখ্যমন্ত্রীকে আসল তথ্য সামনে আনার আবেদন জানান তিনি ৷ এর আগে বিভিন্ন ইস্যুতে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে ৷ রাজ্যপালের অভিযোগ, কোরোনার জিনিস কেনার ক্ষেত্রেও কাটমানি খেয়েছেন অনেকে ৷ অনেকে লাভবান হয়েছেন ৷ কে বা কারা এই কাটমানি খেয়েছেন তা নিয়ে বিস্তারিত তথ্য রাজ্যপাল না জানালেও তাঁর আক্রমণের লক্ষ্য যে রাজ্য সরকার, তা টুইট বার্তা থেকেই পরিষ্কার করে দেন ৷ ধনকড়ের টুইট, “কেনাকাটার কাটমানি কোথায় গেল, কে বা কারা লাভবান হলেন-সেটা খোঁজাই তদন্তের একমাত্র কাজ হওয়া উচিত। করোনা ক্রয়ের হিসাব, কোথা থেকে কেনা হয়েছে, কারা সিদ্ধান্ত নিয়েছেন তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ হোক। স্বচ্ছতার অভাবেই দুর্নীতি জন্ম ।”

https://twitter.com/jdhankhar1/status/1296662181262499840