কলকাতা

এগরার বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডে রাজ্যের তদন্তেই ভরসা রাখলেন রাজ্যপাল

এগরা বিস্ফোরণ নিয়ে রাজ্যের তদন্তের ওপরেই ভরসা রাখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।রাজ্যপালকে বুধবার একটি অনুষ্ঠানে এগরা বিস্ফোরণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ,এটা দুর্ভাগ্যজনক ঘটনা। অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা হওয়া উচিত ছিল না। এটা একটা ক্রাইসিস। প্রশাসনিক সব স্তরে একসঙ্গে কাজ করছে । তদন্ত চলছে। যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। বুধবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের লেখা বইয়ের শুভসূচনা ছিল। রাজভবনে রাজ্যপালের লেখা বইয়ের মোড়কের উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ লেখক ও সহিতিকরা। রাজ্যপালের লেখা একাধিক বইয়ের লঞ্চিং সেরেমনি অনুষ্ঠানে এদিন অনুষ্ঠিত হয়। ইংরেজি, মালয়ালম ও হিন্দি সহ ৩২টি বইয়ের বিভিন্ন ভাষায় অনুবাদ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার নতুন মালয়ালম ভাষায় লেখা বই অকশারা পুজায়িলাম এদিন উন্মোচন হয় । সাহিত্যিক মনিশংকর মুখোপাধ্যায় রাজ্যপালকে লাট সাহেব বলে সম্বোধন করেন। বিশিষ্ঠ লেখক ও সাহিতিক মনিশংকর মুখোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন যে, আমি আশা করি নি যে আমি লাট সাহেবের বইয়ের শুভসূচনা অনুষ্ঠানে থাকতে পারব। রাজ ভবন থেকে অনেক কিছু শেখার আছে। তিনি বলেন, এশিয়াটিক সোসাইটি আমাদের জন্য অনেক কিছু করেছে।