দেশ

‘রেলের বেসরকারিকরণ করা হবে না’, সাফ জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

রেলের বেসরকারিকরণ করা হবে না। রেলকে বেসরকারি হাতে তুলে দেওয়ার কোনও পরিকল্পনা নেই মোদি সরকারের। বুধবার লোকসভায় এ কথা আরও এক বার জানালেন কেন্দ্রী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মহারাষ্ট্রের এক সাংসদ রেলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ কর্ম, স্টেশনের উন্নতির ব্যাপারে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নোত্তর পর্বের সময়ই এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী। পাশাপাশি দেশের প্রায় ১২০০ স্টেশনকে উন্নতমানের করে তোলার কাজ সরকারি সাহায্যেই হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি রেলের উন্নয়নে যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে আগামী ৫০ বছর কাজে লাগবে বলেও বুধবার দাবি করেছেন অশ্বিনী বৈষ্ণব। মোদি সরকারের আমলে সরকারি বিভিন্ন সম্পত্তি বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রায়শই তোলেন বিরোধীরা। রেলকে বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে মোদী সরকার। এ অভিযোগও শোনা যায়। সেই পরিস্থিতিতে রেলমন্ত্রীর এই বক্তব্যের যথেষ্ট গুরুত্ব রয়েছে।