কলকাতা

এবার ৩ দিনের জঙ্গলমহল সফর মুখ্যমন্ত্রীর

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য রাজ্যের শাসকদলের। সূত্রের খবর, ১৬ ফেব্রুয়ারি থেকে তিন দিনের জন্য তিনি জঙ্গলমহলে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরকারি পরিষেবা প্রদান ছাড়াও তিনি ওই সব জেলায় প্রশাসনিক বৈঠক করবেন, করবেন রাজনৈতিক সভাও। মুখ্যমন্ত্রীর সফরের তালিকায় রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। সরকারি সূত্রের খবর, আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুর ৩ টে নাগাদ জামশেদপুর থেকে রাঁচি হয়ে হেলিকপ্টারে পুরুলিয়ায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ওইদিন পুরুলিয়ার সার্কিট হাউসে রাত্রিবাস করার কথা রয়েছে তাঁর। ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় পশ্চিম মেদিনীপুর কলেজের মাঠে প্রশাসনিক জনসভা রয়েছে মমতার। দুপুর ২টোয় পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডেও প্রশাসনিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী। ওইদিন রাতে পুরুলিয়া সার্কিট হাউসে থাকার কথা রয়েছে। এরপর ১৭ ফেব্রুয়ারি, বেলা ১১টা নাগাদ পুরুলিয়া থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে হেলিকপ্টারে করেই রওনা হবেন মুখ্যমন্ত্রী। আর তারপর বাঁকুড়া এসে একটি প্রশাসনিক জনসভা করবেন। তারপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন, বাঁকুড়া জেলা প্রশাসন সুত্রে আপাতত এমনটাই জানা যাচ্ছে। আগামীকাল  বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে হাওড়ার পাঁচলায়।