গুজরাত হাইকোর্টেও স্বস্তি মিলল না রাহুল গান্ধির। আজ মঙ্গলবার প্রাক্তন কংগ্রেস সভাপতির আবেদনের শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি হেমন্ত প্রচ্ছক। রাহুলের আইনজীবীদের পীড়াপীড়িতেও কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে রাজি হননি বিচারপতি। জানিয়েছেন গ্রীষ্মের ছুটি শেষ হলেই এ বিষয়ে রায় দেওয়া হবে। গুজরাত হাইকোর্ট কোনও নির্দেশ না দেওয়ায় যথেষ্টই অস্বস্তিতে প্রাক্তন কংগ্রেস সভাপতি। উল্লেখ্য, যে বিচারপতির এজলাসে রাহুলের আবেদনের শুনানি হয়েছে সেই হেমন্ত প্রচ্ছক গোধরা দাঙ্গায় বিজেপি নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী মায়া কোদনানির আইনজীবী ছিলেন।