কলকাতা

‘ঝুট কি বাত’ বলে কেন্দ্র সরকারকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পদ্মশিবির ও গেরুয়া শাসিত কেন্দ্রকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, দেশ জুড়ে অত্যাচার চলছে। তবু মাথা তুলে একমাত্র দাঁড়িয়ে আছে বাংলা। তাঁর কটাক্ষ, উজ্জ্বলা প্রকল্প কোথায় গেল? এদিন ‘মন কি বাত’কে কটাক্ষ করে তিনি বলেন, ‘ঝুট কি বাত’। আরও বলেন, ওরা কর্ণাটকে মিথ্যে বলছে যে বাংলায় তৃণমূল হারবে। তৃণমূল চেয়ার পার্সনের দাবি, বাংলা কারও কাছে মাথা নিচু করে না। মাথা নোয়ায় একমাত্র জনগণের কাছে। বাংলার মসনদে বসার ১২ বছর পরে ‘গর্বের ২ মে’ তিনি বলেন, ১২ বছরে রাজ্য সরকার অনেক কিছু করেছে কিন্তু কেন্দ্রে ১০ বছর থেকেও কিছুই করেনি। বিরোধী ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, ‘আমরা হারতে আসিনি, জিততে এসেছি’। তাঁর বক্তব্য, ১২ বছর ধরে হাল ধরার ফলে আজ বাংলা সম্মানিত হচ্ছে বিশ্বের দরবারে। ট্রান্সজেন্ডারদের সম্মান বাংলার সরকার দিয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, কন্যাশ্রী- যুবশ্রী- বিনা পয়সায় রেশন- বিনা পয়সায় চিকিৎসা- নতুন পর্যটনকেন্দ্র হয়েছে রাজ্যে। সব মিলে ‘বাংলা হয়েছে রূপসী বাংলা’।