জেলা

ঘূর্ণিঝড় আমফান নিয়ে সতর্কতা জারি হলদিয়া বন্দরে

ঘূর্ণিঝড় আমফান নিয়ে সতর্কতা জারি হলদিয়া বন্দরে। আজ সন্ধ্যা থেকে বন্ধ করা হচ্ছে বন্দরের যাবতীয় অপারেশান ও কার্গো হ্যান্ডেলিং। বন্দরের ডক এলাকার ভিতরে দাঁড়িয়ে থাকা জাহাজ ভালো করে বেঁধে রাখা হচ্ছে। দাহ্য তরল বা বস্তু বহনকারী জাহাজকে তিনটি অয়েল জেটি থেকে সরিয়ে ফেলা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলিকে বন্দরের ডকে বেঁধে রাখা হয়েছে। এদিকে কারখানা পরিদর্শকের পক্ষ থেকে রাসায়নিক কারখানাগুলিকে পাইপলাইন আপৎকালীন তৎপরতায় তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে বড় দুর্ঘটনা এড়াতে। এছাড়া কন্ট্রোল রুম খুলতে বলা হয়েছে। পুরসভার পক্ষ থেকে এদিন বিকেল থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরানো হচ্ছে।