আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে অশোক কুমার সিংয়ের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। আদালত জানিয়েছে, দেহ নিয়ে কোনোভাবেই রাস্তা অবরোধ যেন না করা হয়। রীতিমত পুলিশি নিরাপত্তায় দেহটি প্রথমে বাড়ি এবং সেখান থেকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি। পরিবারের পক্ষের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল আদলতের কাছে এই আর্জি জানান। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, পিজি হাসপাতাল থেকে মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। রাস্তায় যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তা সুনিশ্চিত করতে নিরাপত্তায় থাকবে পুলিশ।